যদি a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
A abcd + 1
B abcd
C ab + cd
D abcd - 1
Solution
Correct Answer: Option A
আমরা জানি, যে কোনাে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
a, b, c, d এর গুণফল = abcd
abcd গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল = abcd + 1
∴ abcd + 1 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।