একটি দ্রব্য ২৪ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হল, ৪৮ টাকায় বিক্রয় করলে তার অর্ধেক লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
Solution
Correct Answer: Option A
ধরি,
দ্রব্যটি ২৪ টাকা বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা
ক্রয়মূল্য = (২৪ + ক) টাকা
দ্রব্যটি ৪৮ টাকা বিক্রয় করলে লাভ হয় ক/২ টাকা
ক্রয়মূল্য = (৪৮ - ক/২) টাকা
প্রশ্নমতে,
২৪ + ক = ৪৮ - ক/২
ক + ক/২ = ৪৮ - ২৪
৩ক/২ = ২৪
৩ক = (২৪ × ২)
ক = (২৪ × ২)/৩
ক =১৬
ক্রয়মূল্য = (২৪ + ১৬) টাকা = ৪০ টাকা