সৌর জগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি?

A মঙ্গল

B শনি

C নেপচুন

D ইউরেনাস

Solution

Correct Answer: Option C

- সৌরজগতের মোট গ্রহ আটটি।
- এগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
- এদের মধ্যে নেপচুন সৌরজগতের সর্বশেষ গ্রহ।
- ফলে সূর্যকে প্রদক্ষিণ করতে বেশি সময় নেয়।

- রোমান সমুদ্র দেবতার নামানুসারে এর নামকরণ করা হয়।
- সূর্য থেকে এয় দূরত্ব ৪৫০ কোটি কি.মি.।
- এর আয়তন ৭২টি পৃথিবীর সমান ও ভর ১৭টি পৃথিবীর ভরের সমান।
- নেপচুন গ্রহের উপগ্রহ ১৪টি। ট্রাইটন, নেরাইড অন্যতম উপগ্রহ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions