বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (সহঃ ব্যবস্থাপক - জেনারেল) - ৩১.০৩.২০১৭ (60 টি প্রশ্ন )
- বর্তমানে বাংলাদেশে ২৯টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে।
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে এবং 
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা -১।
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম জাস্টিন ট্রুডো।
- তিনি কানাডার লিবারেল পার্টির নেতা হিসেবে ২০১৫ সালে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০১৩ সালের এপ্রিলে ট্রুডো লিবারেল পার্টির নেতৃত্ব পান।
- ২০১৫ সালে তার নেতৃত্বে ১৮৪ এর মধ্যে ৩৬ টি আসন পেয়ে কানাডার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে লিবারেল পার্টি সরকার গঠন করে।
♦ নোবেল পুরস্কার ২০২৩__
• মোট বিজয়ী : ১১ জন, পুরুষ ৭ ও নারী ৪।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।

চিকিৎসা বিজ্ঞানঃ
১. ক্যাতালিন ক্যারিকো(হাঙ্গেরি)
২. ডু ওয়াইজম্যান(যুক্তরাষ্ট্র)
করোনা ভাইরাসরোধী কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণার জন্য।

রসায়নঃ
১. অ্যালেক্সি ইয়াকিমভ(সাবেক সোভিয়েত ইউনিয়ন)
২. মুঙ্গি বাওয়েন্ডি(ফ্রান্স)
৩. লুই ব্রুস(যুক্তরাষ্ট্র)
কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য ।

অর্থনীতিঃ
১. অধ্যাপক ক্লডিয়া গোলডিন(যুক্তরাষ্ট্র)
শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ।

পদার্থবিজ্ঞানঃ
১. পিয়ের আগোস্তিনি(যুক্তরাষ্ট্র)
২. ফেরেন্স ক্রাউজ(হাঙ্গেরি)
৩. অ্যান লিয়ের(ফ্রান্স)
পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ লব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য ।

শান্তিঃ
১. নার্গিস মোহাম্মদি(ইরান)
নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।

সাহিত্যঃ
১. জন ফসে(নরওয়ে)
উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য
- লোকসভার 543 জন সদস্যকে নির্বাচিত করার জন্য সাতটি ধাপে 19 এপ্রিল থেকে 1 জুন 2024 পর্যন্ত ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ।
- 18 তম লোকসভা গঠনের জন্য 4 জুন ভোট গণনা করা হয়েছিল এবং ফলাফল ঘোষণা করা হয়েছিল । - 7 জুন 2024-এ, মোদি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 293 জন সংসদ সদস্যের সমর্থন নিশ্চিত করেন ।
- এটি প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে চিহ্নিত হয় এবং তার প্রথমবারের মতো জোট সরকারের নেতৃত্ব দেওয়া হয় ।
- 19 তম লোকসভার সদস্যদের নির্বাচন, 2029 সালের মে মাসে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ।
সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়টিকে 'স্বাস্থ্যসেবা' এবং 'স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ' নামে দুটি বিভাগে ভাগ করে পুনর্গঠন করেছে ১৬ মার্চ ২০১৭ সালে। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. সামন্ত লাল সেন।
- ১১৪তম স্বীকৃতিদানকারী দেশ হিসেবে বাংলাদেশ ইউরোপের দেশ কসোভোকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে ২৭ ফেব্রুয়ারি ২০১৭ সালে।
- এর পূর্বে সার্বিয়ার অধীনে থাকা দেশটি কসোভেকে ১৭ ফেব্রুয়ারি ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে।
- ২০২৪ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত হয়েছিল (৫৪ তম বার্ষিক সভা)।
- ২০২৪ সালে অনুষ্ঠিত এই সভার থিম ছিল "আস্থার পুনর্নির্মাণ"।
- ১০০টির বেশি দেশের সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান, ব্যবসায়িক নেতা, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধি এই সভায় অংশগ্রহণ করেছিলেন।

- ১৯৭১ সালে ক্লাউস শওয়াব ‘World Economic Forum' প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের কলোগনিতে অবস্থিত।
- স্থপতি ইয়াফেস ওসমান ১৯৪৬ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা প্রথিতযশা কবি ও কালজয়ী কথাসাহিত্যিক শওকত ওসমান এবং মাতা সালেহা ওসমান।
- তিনি চট্টগ্রাম মুসলিম উচ্চ বিদ্যালয়ে তাঁর পড়াশুনা শুরু করেন ও এসএসসি পাস করেন ১৯৬৩ সালে ঢাকার সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় থেকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জন ।
- তিনি ১৯৭০ সালে বুয়েটের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধের ২নং সেক্টরে।

- ২০২৪ সালের ১১ জানুয়ারি স্থপতি ইয়াফেস ওসমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং টানা চতুর্থবারের মত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।

- তিনি একজন জীবন ঘনিষ্ঠ ও স্বনামধন্য কবি। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে “বঙ্গ আমার জননী আমার”, “নষ্ট কাল কষ্ট কাল” এবং “নয় মানুষ কয় মানুষ” উল্লেখযোগ্য।

সোর্সঃ সরকারি ওয়েব সাইট।
- জনাব কাজী হাবিবুল আউয়াল গত ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
- ১৩তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
- তিনি ১৯৫৬ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম সম্পন্ন করেন।
- ১৯৮১ সালে একজন সহকারী জজ হিসাবে তাঁর পেশাগত জীবন শুরু করেন।
- লেখক হিসেবেও জনাব কাজী হাবিবুল আউয়াল তাঁর বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
- ‘জীবন পাতার জলছাপ’, ‘Memories of Early life’, ‘Trajectory of a Judicial Officer’ এবং মোঃ মইনুল কবির ও গ্যাভিন মারফির সাথে যৌথভাবে রচিত ‘The Legislative Process in Bangladesh’ নামক প্রকাশিত বইগুলোর লেখক তিনি।
- ‘Demystification of Law for Women’ নামে একটি বিদেশী বইও তিনি বাংলায় অনুবাদ করেন।

সোর্সঃ বাংলাদেশ নির্বাচন কমিশন। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বিশ্বে পারমাণবিক বোমার অধিকারী দেশ ৯টি এগুলো হলোঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, উত্তর কোরিয়া, চীন, ইসরায়েল, ভারত এবং পাকিস্তান।
- জার্মানির পারমাণবিক অস্ত্র নেই।

- মোট, বিশ্বব্যাপী পারমাণবিক মজুদ ১৩০০০ অস্ত্রের কাছাকাছি।
- যদিও সেই সংখ্যাটি শীতল যুদ্ধের সময়ের তুলনায় কম, যখন বিশ্বব্যাপী প্রায় ৬০০০০ অস্ত্র ছিল, এটি এই অস্ত্রগুলি প্রতিনিধিত্ব করে মানবতার জন্য মৌলিক হুমকিকে পরিবর্তন করে না।
- প্যারিস-ওরলি বিমানবন্দর হল একটি আন্তর্জাতিক বিমানবন্দর যা ফ্রান্সের মধ্য প্যারিসের 13 কিমি দক্ষিণে অবস্থিত।
- শহরের উত্তর-পূর্ব দিকে চার্লস ডি গলের পরে ফ্রান্স এবং প্যারিস মেট্রোপলিটন অঞ্চলে পরিষেবা প্রদানকারী দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হল ওরলি।
- যদিও অর্লি প্যারিসের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে ছিল, বিমানবন্দরটি এখনও 35টি এয়ারলাইন দ্বারা পরিবেশিত হয় যা ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ক্যারিবিয়ান এবং উত্তর আমেরিকা জুড়ে গন্তব্যে কাজ করে।
- প্যারিসে দূরপাল্লার পরিষেবা পরিচালনাকারী সমস্ত প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনগুলি সাধারণত চার্লস দে গল-এ কাজ করে৷ অরলি অবশ্য সবচেয়ে ব্যস্ত ফরাসি অভ্যন্তরীণ বিমানবন্দর। এটি গ্রুপ এডিপি দ্বারা পরিচালিত হয়।
- লালবাগ কেল্লা হলো মুঘল প্রসাদ। এর পূর্বনাম আওরঙ্গবাদ দুর্গ।
- দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহাজাদা মোহাম্মদ আজম শাহ।
- কিন্তু এর নির্মাণ কাজ শেষ করেন শায়েস্তা খান।
- এই কেলার অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা পরী বিবির (আসল নাম ইরান দুখ্ত‌) কবর রয়েছে।
- বাংলাদেশের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'বিজয় ৭১'।
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রবেশপথেই শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনেই স্মৃতিসৌধটি স্থাপন করা হয়েছে।
- ভাস্কর্যটির শিল্পী শ্যামল চৌধুরীর। শিল্পীর তত্ত্বাবধানে ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৯৮ খ্রিষ্টাব্দে এবং সম্পন্ন হয়েছিল ২০০০ খ্রিষ্টাব্দে।

- বসফরাস একটি জলপ্রণালী যা এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের একটি অংশে সীমানা নির্দেশ করে।
- এটিকে অনেক সময় ইস্তাম্বুল প্রণালীও বলা হয়।
- বসফরাস, মারমারা উপসাগর এবং দক্ষিণ পশ্চিমের দার্দোনেলিস প্রণালী মিলে তুর্কি প্রণালী গঠিত।
- বসফরাস প্রণালী বিশ্বের নৌ চলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ।
- বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে।
- Canberra অস্ট্রেলিয়ার রাজধানী শহর।
- সিডনি শহর থেকে ২৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে ও মেলবোর্ন থেকে ৬৬০ কিমি উত্তর-পূর্বে অবস্থিত শহরটি অস্ট্রেলিয়ার এই দুই প্রধানতম নগরীর মধ্যবর্তী একটি জায়গায় অবস্থিত।
- Sydney হলো অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী এবং অস্টেলিয়া তথা ওশেনিয়ার বৃহত্তম শহর।
- Melbourne হলো অস্ট্রেলিয়ার দক্ষিণ- পূর্বাঞ্চলে অবস্থিত ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী ও সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ শহর।
- Brisbane হলো অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের একটি শহর। শহরটি কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী এবং ব্রিসবেন নদীর তীরে মোরটন উপসাগরের কাছে অবস্থিত একটি সমুদ্র বন্দর।
ফুটবল খেলে = 20 জন
ক্রিকেট খেলে = 10 জন
হকি খেলে = 12 জন
শুধু ক্রিকেট খেলে = 3 জন
ক্রিকেট ও ফুটবল খেলে = 4 জন
ক্রিকেট, ফুটবল ও হকি খেলে = 2 জন

হকি ও ক্রিকেট খেলে কিন্তু ফুটবল খেলে না এদের সংখ্যা = { 10 - ( 3 + 4 + 2)} = 1 জন।
3 কেজি আমের মূল্য = 120 × 3 = 360 টাকা
2 কেজি পেঁপের মূল্য = 100 × 2 = 200 টাকা
2 কেজি আঙ্গুরের মূল্য = 140 × 2 = 280 টাকা

মোট = 360 + 200 + 280 = 840 টাকা

25% লাভে
বিক্রয়মূল্য = 840 + 840 এর 25%
             = 840 + 840 এর 25/100
             = 840 + 210
             = 1,050

7 কেজি বিক্রয় করতে হবে = 1050 টাকা
1 কেজি বিক্রয় করতে হবে = 1050/7 টাকা
                                 = 150 টাকা
y < 6 হলে y এর মান 5, 4, 3, 2, 1, 0, - 1,..............
0 ≤ x ≤ 4 হলে x এর মান 0, 1, 2, 3, 4

এখন
x = 0, y = 1 হলে xy = 0 × 1 = 0
x = 2, y = - 1 হলে xy = 2 × (- 1) = - 2
x = 3, y = 2 হলে xy = 3 × 2 = 6

সঠিক উত্তর: None of these
ধরি, m = 4 এবং n = 2

এবার, (II) এ আছে
(m - n) (n + 1)
= (4 - 2) (2 + 1)
= 2 × 3
= 6 যা জোড়

আবার, m = 4 এবং n = 3 ধরলে (II) হতে পাই
(m - n)(n + 1)
= (4 – 3)(3 + 1)
= 1 x 4
= 4 যা জোড়

আবার, m² + n² + n
      = 4²  + 2² + 2
      = 16 + 4 + 2
      = 22 যা জোড়।

অর্থাৎ m এবং n এর সকল মানের জন্যই (I) এবং (II) নং বক্তব্য সঠিক ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি,
আরিফ ও বাবু কাজটি করে x ঘণ্টায়

আরিফ একা কাজটি  করে (x + 20) ঘণ্টায়
বাবু একা কাজটি  করে (x + 5) ঘণ্টায় 

প্রশ্নমতে,
{1/(x + 20)} + {1/(x + 5)} = 1/x
⇒ 1/(x + 20) = (1/x) - {1/(x + 5)}
⇒ 1/(x + 20) = (x + 5 - x)/(x2 + 5x)
⇒ 1/(x + 20) =5/(x2 + 5x)
⇒ x2 + 5x = 5x + 100
⇒ x2 = 5x - 5x + 100
⇒ x2 = 100
⇒ x2 = 102
∴ x = 10 

আরিফ একা কাজটি  করে (10 + 20) ঘণ্টা = 30 ঘণ্টায়
বাবু একা কাজটি  করে (10 + 5) ঘণ্টা  = 15 ঘণ্টায়

আরিফ ও বাবুর কাজের সময়ের অনুপাত = 30 : 15
                                                  = 2 : 1
বাক্সে মার্বেল আছে = 200 টি
কালো মার্বেল আছে = 200 এর 25%
                        = 200 এর 25/100
                        = 50 টি

ধরি,
বাবু বাক্স হতে মার্বেল তুলে ছিলো x টি

প্রশ্নমতে
x এর 30% + (200 - x) এর 10% = 50
⇒ 30x/100 + 10(200 - x)/100 = 50
⇒ (30x + 2000 - 10x)/100 = 50
⇒ 20x + 2000 = 5000
⇒ 20x = 5000 - 2000
⇒ 20x= 3000
∴ x = 150

বাবু বাক্স হতে মার্বেল তুলে ছিলো 150 টি
Red : Green = 2 : 5 = 6 : 15
Yellow : Red = 5 : 6 = 5 : 6
Red : Green : Yellow = 6 : 15 : 5

অনুপাতের রাশিগুলোর সমষ্টি = 6 + 15 + 5 = 26
মার্বেল সংখ্যা হবে 26 এর গুণিতক।
মার্বেল সংখ্যা হতে পারে 26, 52, 78, 104,..............
40% বৃদ্ধিতে,
বর্তমানমূল্য 140 টাকা হলে পূর্বমূল্য 100 টাকা
বর্তমানমূল্য 1 টাকা হলে পূর্বমূল্য 100/140 টাকা
বর্তমান মূল্য 126 টাকা হলে পূর্ব মূল্য (100 × 126)/140 = 90 টাকা

এখন,
পূর্বে 100 টাকায় পাওয়া যেত 10 কেজি তেল
পূর্বে 1 টাকায় পাওয়া যেত 10/100 কেজি তেল
পূর্বে 90 টাকায় পাওয়া যেত (10 × 90)/100 = 9 কেজি তেল

অর্থাৎ, বর্তমান ব্যবহার 9 কেজি।
কামালের মার্বেল আছে = x টি
শুভর মার্বেল আছে = y টি

১ম শর্তমতে
বা, x - 20 = y + 20
বা, x - y = 20 + 20
বা, x - y = 40 ......................(1)

২য় শর্তমতে
বা, x + 40 =2(y - 40)
বা, x + 40 = 2y - 80
বা, 2y - x = 40 + 80
বা, 2y - x = 120 ......................(2)

(1) × 2 + (2) ⇒
বা, 2x - 2y + 2y - x = 80 + 120
বা, x = 200

কামালের মার্বেল আছে = 200 টি
clerks এর সংখ্যা = 3600/3 = 1200 জন
clerk চাকরিচ্যুত করা হয় = 1200/3 = 400 জন

clerk চাকরিচ্যুত করা করার পর
অফিসে কর্মকর্তা থাকে = (3600 - 400) = 3200 টাকা

clerk চাকরিচ্যুত করা করার পর
clerk থাকে = 1200 - 400 = 800 জন

3200 জনের মধ্যে clerk = 800 জন
1 জনের মধ্যে clerk = 800/3200 জন
100 জনের মধ্যে clerk = (800 × 100)/3200 = 25%
ধরি,
আরিফের প্রতি মিনিটের পারিশ্রমিক = x টাকা
বাবুর প্রতি মিনিটের পারিশ্রমিক = 2x টাকা

আরিফ কাজ করে = 1 ঘণ্টা 45 মিনিট
                      = (1 × 60)মিনিট + 45 মিনিট
                      = 60 মিনিট + 45 মিনিট
                       = 105 মিনিট

বাবু কাজ করে = 45 মিনিট

প্রশ্নমতে,
105x + 45 × 2x = 71.50
বা, 105x + 90x = 71.5
 ∴ x = 71.5/195

আরিফের প্রতি ঘণ্টার পারিশ্রমিক = (71.5 × 60)/195 টাকা
                                         = 22 টাকা
5 > x > 2 অর্থাৎ x হলো 5 ও 2 এর মধ্যবর্তী বাস্তব সংখ্যা।
10 > y > 7 অর্থাৎ y হলো 10 ও 7 এর মধ্যবর্তী বাস্তব সংখ্যা। 
এখানে, একটি বিষয় স্পষ্ট যে, y > x 
y2 > x2
xy2 > x2y
xy2 - x2y রাশিটি ধণাত্মক হবে।

আবার 
ধরি
x = 4
y = 9
xy2 - x2y = 4 × 92 - 42 × 9 = 324 - 144 = 180


stop 4 এ যাত্রী ছিলো 4 জন
       3 এ যাত্রী ছিলো 8 জন
       2 এ যাত্রী ছিলো 16 জন
       1 এ যাত্রী ছিলো 32 জন

প্রথম stopageএ কেউ নামেনি। তার পরের প্রতিটিতে অর্ধেক করে নেমে গিয়েছে।
প্রথম স্টেশনে যাত্রী ছিল 32 জন।
যেহেতু (x/y) > 0 তাই
x ও y এর দুইটি একই সাথে ধণাত্মক বা ঋণাত্বক হবে।

আমরা জানি,
দুইটি একই সাথে ধণাত্মক বা ঋণাত্বক সংখ্যার গুণফল ধণাত্মক হয়।
( - x) ( - y) = xy
x × y = xy

i) xy > 0 অবশ্যই ধণাত্মক

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যেহেতু
xy < 0,
1) হয় x > 0 অথবা y < 0
2) হয় x < 0 অথবা y < 0

আমরা জানি
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি কখনোই ঋণাত্বক হতে পারে না।
অপশন গ) x2 + y2 অবশ্যই যেকোন মানের জন সত্য হবে।



সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0