সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি?

A ৩টি

B ৫টি

C ৪টি

D ৬টি

Solution

Correct Answer: Option B

- সুন্দরবন (বাদাবন) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ।
- বাংলাদেশ ও ভারতে বিস্তৃত সুন্দরবনের মোট আয়তন ১০,০০০ বর্গ কি.মি.।
- সুন্দরবনের মোট আয়তনের ৬২% বাংলাদেশের ৫টি (খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা) জেলায় অবস্থিত।
- সুন্দরবনকে ২১ মে, ১৯৯২ সালে 'রামসার সাইট' এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কো 'বিশ্ব ঐতিহ্য' স্থান হিসেবে (৭৯৮তম) ঘোষণা করে।

উল্লেখ্য, বন অধিদপ্তরের তথ্যানুযায়ী, সুন্দরবন বাংলাদেশের ৩টি জেলা জুড়ে (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) বিস্তৃত। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions