একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল?
Solution
Correct Answer: Option C
বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন ৬০%।
সুতরাং, পরাজিত প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন (১০০ - ৬০)% = ৪০%।
দুইজনের মধ্যে ভোটের পার্থক্য হলো (৬০ - ৪০)% = ২০%।
প্রশ্ন অনুযায়ী, এই ২০% ভোটের মান হলো ৭৫০০।
যদি ২০% = ৭৫০০ হয়, তাহলে মোট ভোটার (১০০%) = (৭৫০০ / ২০) × ১০০ = ৩৭৫০০ জন।