শতকরা বার্ষিক কত হার সুদে যে-কোনো মূলধন ১০ বছরে সুদে মূলে তিনগুণ হবে?
Solution
Correct Answer: Option D
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদাসল A = ১০০ × ৩ = ৩০০টাকা
সুদ I =(৩০০ - ১০০) টাকা = ২০০টাকা
আমরা জানি
I = Pnr
r = I/Pn
সুদের হার r = (১০০ × ২০০)/(১০০ × ১০)
= ২০%