অতিরিক্ত কারেন্ট ব্যবহার করলে ওয়েল্ড মেটালে কোনটি সৃষ্টি হয়?
Solution
Correct Answer: Option A
- অতিরিক্ত কারেন্ট ব্যবহার করলে ওয়েল্ডিং প্রক্রিয়ায় আন্ডার কাট সৃষ্টি হয়।
- আন্ডার কাট হলো এমন একটি ত্রুটি যেখানে ওয়ার্কপিসের প্রান্ত বরাবর ঢালাই ধাতুর অভাব দেখা যায়, যার ফলে ঢালাই অংশ দুর্বল হয়ে পড়ে।
- অতিরিক্ত কারেন্টের কারণে ওয়ার্কপিস অত্যধিক গলে যায় এবং সঠিকভাবে ফিউশন না হওয়ার কারণে ঢালাই সিমের প্রান্তে ধাতু পর্যাপ্ত পরিমাণে জমা হয় না।
- ফলে এটি আন্ডার কাট ত্রুটি তৈরি করে, যা ঢালাইয়ের স্থায়িত্বকে হ্রাস করে।