বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড(BAPEX)(সহকারী ব্যবস্থাপক) - ০৮.০৪.২০১৭ (60 টি প্রশ্ন )
- রাতারগুল জলাবন বা বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য।

- এটি সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত।
- লন্ডনের মেয়র গ্রেটার লন্ডন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী।

- বর্তমান মেয়র হলেন সাদিক খান, যিনি গত ৯ মে ২০১৬ সালে দায়িত্ব গ্রহণ করেন ।
- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৮ নং বুড়িমারী ইউনিয়নে বুড়িমারী সীমান্তে এই স্থল বন্দরটি অবস্থিত।

- ভারত, ভুটান এবং নেপালের সাতে স্থল পথে মালামাল আমদানী ও রপ্তানীর সুবিধার জন্য এই বুড়িমারী এলাকার জিরো পয়েন্টে এই বন্দরটি ১৯৮৮ সালে চালু করা হয়।
- বাংলাদেশের বর্তমান ২৪তম প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান ।
- বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন দেশের প্রথম প্রধান বিচারপতি (১৬.১২.১৯৭২ - ০৫.১১.১৯৭৫)
- Accord (The Accord on Fire and Building Safety in Bangladesh) এবং Alliance (The Alliance for Bangladesh Worker Safety) দুটোই তৈরি হয়েছিল বাংলাদেশে গার্মেন্টস কারখানার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর, এই দুটি উদ্যোগ নেওয়া হয়েছিল।
- অ্যাকর্ড-রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাক কারখানা সংস্কারের উদ্দেশ্যে গঠিত ইউরোপের ক্রেতাদের জোট।
- বাংলাদেশের তৈরি পোশাকের আমেরিকান ক্রেতাদের জোটের নাম- অ্যালায়েন্স।
- বাংলাদেশে দীর্ঘদিন ধরে অলোচিত-সমালোচিত অ্যাকর্ড অধ্যায়ের সমাপ্তি ঘটে- ১ জুন, ২০২০। 
২০২৩-২৪ বাজেট অনুযায়ী করমুক্ত আয়সীমা:
- সাধারণ করদাতা -৩,৫০,০০০ টাকা,
- মহিলা ও ৬৫ উর্ধ্ব বয়সী- ৪,০০,০০০ টাকা,
- প্রতিবন্ধী - ৪,৭৫,০০০ টাকা,
- যুদ্ধাহত মুক্তিযোদ্ধা -৫,০০,০০০ টাকা।
- বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার হলেন কাজী হাবিবুল আউয়াল।

- তিনি ২৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে এই দায়িত্বে আছেন ।
- ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহে, যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত।

- ব্রহ্মপুত্র নদীটি তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ ময়মনসিংহের দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্র দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আর করেছে। ভৈরববাজারের দক্ষিণে মেঘনায় পড়েছে।
- পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে সেদিনের বাংলা তারিখটি হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- অ্যান্তোনিও গুতেরেইস হলেন পর্তুগালের নাগরিক। তিনি ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং United Nations High Commissioner for Refugees হিসেবে কর্মরত ছিলেন।

- জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে ২০১৭ সালের ১ জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন ।

- উল্লেখ্য, জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভেলি (১৯৪৬-১৯৫২)।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় ।
- ভারতের বর্তমান Foreign Minister হলেন Subrahmanyam Jaishankar.

- তিনি ৩০ মে ২০১৯ সালে দায়িত্ব গ্রহণ করেন ।
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- আর মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

- মুসল হলো ইরাকের উত্তরাঞ্চলের প্রধান নগরী।

- এটি বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরে উত্তরে দজলা নদীর পশ্চিম তীরে এবং পূর্ব তীরে অবস্থিত নিনাওয়ার আসিরীয়া নগরের অভিমুখে অবস্থিত।
- ঢাকা কেন্দ্রীয় কারাগার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত।

- এই কারাগারটি উদ্বোধন করা হয় ১০ এপ্রিল ২০১৬ সালে। আর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ১৭৮৮ সালে তৈরি হওয়া এই কারাগারটি আনুষ্ঠানিকভাবে এখানে স্থানান্তর করা হয় ২৯ জুলাই ২০১৬ সালে।
- Gallant অর্থ সাহসী।
- Archaic অর্থ প্রাচীন।
- Unexperienced অর্থ আনাড়ী।
- Arrogant অর্থ উদ্ধত।
- Diligent অর্থ পরিশ্রমী।
- Kind অর্থ দয়ালু।
- Haughty অর্থ দুঃসাহসী।
- Placid অর্থ শান্ত
- Realistic অর্থ বাস্তবসম্মত
- Attractive অর্থ আকর্ষণীয়
- Vengeance অর্থ প্রতিহিংসা।
- Modest অর্থ নম্র।
- Submissive অর্থ অবনত।
- Artificial অর্থ কৃত্রিম ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Immaculate অর্থ পবিত্র।
- Dark অর্থ অন্ধকার ।
- Transparent অর্থ স্পষ্ঠ।
- Valuable অর্থ মূল্যবান ।
- Melancholy অর্থ বিষণ্ণ।
- Enormous অর্থ বিশাল।
- Tasteless অর্থ স্বাদহীন।
-Humility অর্থ নম্রতা।
- Inhumane অর্থ অমানবিক ।
- Insulting অর্থ অপমানজনক ।
- বাক্যে 'যতক্ষণ না' অর্থে 'unless' Conjunction এর ব্যবহার ঠিক আছে।

- বাক্যের অর্থঃ সে অন্ধকারের ভয়ে এত ভীত যে সে ঘুমতে পারে না যদি না তার রুমের বাইরে বাতি জ্বলানো থাকে ।
- Look something up মানে বই বা কম্পিউটারে কোন তথ্য খুঁজে দেখা/বের করার চেষ্টা করা।

- বাক্যের অর্থঃ যদি তুমি না জানো এই শব্দটির মানে কী, তাহলে তুমি এটা অভিধানে খুঁজে দেখো।
- Hope to এর পরে ing যুক্ত হয় না ।

- বাক্যের অর্থঃ অনেক বিজ্ঞানী অন্য গ্রহে প্রাণের অস্তিত্বের খোজ পাবে বলে আশা করছে।
- Past Perfect Tense গুলো নিচের মতো করে যুক্ত হতে পারেঃ
No sooner (+ had) .... than;
Scarcely (+ had) .... when;
Hardly (+ had) .... when/ before.

- এগুলি সবসময় Negative অর্থ প্রদান করে। লক্ষ্যণীয় যে No sooner, scarcely, hardly এদের পরবর্তী Clause Tense Past Perfect Tense.

- বাক্যের অর্থঃ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছিল।
- Conditional Sentence-এর এক অংশে would have থাকলে 'if' যুক্ত অংশে Past perfect হয়, তাই ‘had asked' হবে।

- বাক্যের অর্থঃ তুমি যদি আমাকে বলতে তাহলে আমি তোমাকে আমার নোটগুলো ধার দিতাম ।
- Out of the frying pan into the fire ছোট বিপদ থেকে বড় বিপদে (কড়াই ছেড়ে আগুনে)।

- বাক্যের অর্থ: আমার অবস্থা ছিল কড়াই ছেড়ে আগুনে পড়ার মতো ।
- Preposition ও  Gerund মাঝে Possessive pronoun বসে। আর ‘you' এর Preposition হলো ‘your’

- বাক্যের অর্থঃ তোমায় কক্ষটি ছাড়ার ব্যাপারে আমরা পীড়াপীড়ি করি ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Make, hear, let, need, dare, had better, would rather ইত্যাদির পর Verb এর Present form হয় এবং Verb এর পূর্বে To থাকলে তা উঠে যায়।

- আবার Had better + verb Base form হয়। তাই সঠিক উত্তর হবে অপশন b).

- বাক্যের অর্থ আমাদের শিক্ষক আমাদরকে কঠোর পরিশ্রম করালেন ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0