Solution
Correct Answer: Option C
- দ্বন্দ্ব সমাসে প্রতিটি পদের অর্থই প্রধান থাকে।
- এর ব্যাসবাক্যে 'ও', 'এবং', 'আর' ইত্যাদি সংযোজক অব্যয় ব্যবহৃত হয়।
- 'তাল ও তমাল' এর ব্যাসবাক্যে 'ও' সংযোজকটি দ্বারা দুটি পদকে যুক্ত করা হয়েছে।
- এখানে 'তাল' এবং 'তমাল' উভয় পদেরই সমান প্রাধান্য রয়েছে, তাই এটি একটি দ্বন্দ্ব সমাস।