রহিমের বয়স ১২ বছর। রহিমের বয়স করিমের বয়সের ৩ গুণ। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত হবে?
A ৮ বছর
B ১৩ বছর
C ১৬ বছর
D ১৮ বছর
Solution
Correct Answer: Option C
রহিমের বয়স ১২ বছর
করিমের বয়স ১২/৩ বছর
= ৪ বছর
ধরি
x বছর পর রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুন হবে।
প্রশ্নমতে
১২ + x = ২(৪ + x)
⇒ ১২ + x = ৮ + ২x
⇒ ২x - x = ১২ - ৮
∴ x = ৪
∴ তখন রহিমের বয়স হবে ১২ + ৪ = ১৬ বছর