কোনটি নিত্য সমাস?

A জলমাত্র

B কলেছাঁটা

C ভবনদী

D জয়ধ্বনি

Solution

Correct Answer: Option A

- যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকেই বলে নিত্য সমাস। যেমন:
- কেবল জল = জলমাত্র; কেবল দর্শন দর্শনমাত্র।
- কলে ছাঁটা = কলেছাঁটা (অলুক ৩য়া তৎপুরুষ);
- ভব রূপ নদী = ভবনদী (রূপক কর্মধারয়);
- জয় সূচক ধ্বনি = জয়ধ্বনি (মধ্যপদলোপী কর্মধারয়)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions