Which of the following organizations control the price of crude oil in the global market?
Solution
Correct Answer: Option D
- বিশ্বের তেল রপ্তানিকারক দেশসমূহের সংগঠন হলো OPEC (Organization of the Petrolium Exporting Countries) ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর ভেনিজুয়েলার উদ্যোগে ৫টি দেশের (ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা) সমন্বয়ে OPEC গঠন করা হয়।
- সদস্য রাষ্ট্রগুলোর তেলনীতির সমন্বয় সাধন, নিজেদের স্বার্থে সদস্যদেশগুলোতে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করা, অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণ করা, আন্তঃসংহতি বৃদ্ধি করা ও উন্নয়নশীল দেশসমূহকে মঞ্জুরি তহবিল গঠন করতে সাহায্য করা OPEC এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।