- বর্তমানে বাংলাদেশে ২৯টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে। - প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে এবং - সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা -১। - বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়। - প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়। এসডিজির ১৭টি লক্ষ্য হলো: - দারিদ্র্য নির্মূল - ক্ষুধামুক্তি - সুস্বাস্থ্য - মানসম্মত শিক্ষা - লিঙ্গ সমতা - বিশুদ্ধ পানি ও স্যানিটেশন - সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি - উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি - শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো - বৈষম্য হ্রাস - টেকসই শহর ও জনগণ - পরিমিত ভোগ ও উৎপাদন - জলবায়ু বিষয়ে পদক্ষেপ - সামুদ্রিক বাস্তুসংস্থান - স্থলভাগের জীবন - শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং - অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
LDC-এর পূর্ণরূপ Least Development Country . জাতিসংঘে অনুযায়ী বিশ্বে যে সকল দেশ মানবাধিকার ও আর্থ- সামাজিক উন্নয়নে নিম্ন সুচকে অবস্থান করে LDC হিসেবে পরিচিত ।LDC ধারনায় উদ্ভব ঘটে সর্বপ্রথম ১৯৬০ সালে এবং প্রথমবারের মতো LDC দেশের তালিকা করা হুয় ১৯৭১ সালের ১৮ নভেম্বর ।বর্তমানে LDC ভুক্ত দেশ ৪৭ টি - বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়। - বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৬টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে। - বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।
মূলত, আমরা সিস্টেম থেকে ফাইল বা ফোল্ডারটিকে স্থায়ীভাবে মুছে ফেলার জন্য SHIFT + DELETE ব্যবহার করি যাতে এটি রিসাইকেল বিনে চলে না যায় বা কেউ সেই নির্দিষ্ট ফাইল বা ফোল্ডারটিকে ট্র্যাশ বা রিসাইকেল বিন থেকে পুনরুদ্ধার করতে না পারে।
- ইন্টারনেট অব থিংস (IoT) হলো ইলেকট্রনিকস, সফটওয়্যার, সেন্সর ও নেটওয়ার্ক সংযোগের সঙ্গে যুক্ত ফিজিক্যাল অবজেক্ট। - এটি এমন একটি নেটওয়ার্ক, যেখানে এম্বেডেড সেন্সর ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং পরিবর্তন করা সম্ভব। - এর মাধ্যমে অনেক ডিভাইস একটি আরেকটির সঙ্গে ইন্টারনেট দ্বারা যুক্ত থাকে এবং তাদের মধ্যে ডাটা আদান-প্রদান করে।
- OCR-এর পুর্ণরূপ হলো Optical Character Reader. - এটি মূলত ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। - সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সবধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়, যা প্যারিস অলিম্পিক, ২০২৪ নামে পরিচিত। - এতে ২০৬টি দেশ থেকে অ্যাথলিটরা ৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য প্রতিযোগিতা করে। - এ আসরে সবচেয়ে বেশি পদক লাভ করে যুক্তরাষ্ট্র (১২৬টি) এবং পদকে ২য় স্থানে রয়েছে চীন (৯১টি)। - চীন ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি স্বর্ণপদক পায়। - দুটি দেশ ৪১টি করে স্বর্ণপদক পায়। - আর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের থিমস ছিল সবার জন্য উন্মুক্ত গেমস।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী, যা বিশ্বব্যাপী প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে। - 2022 সালে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ছিল 881 বিলিয়ন ঘনমিটার, প্রাথমিকভাবে ঘর গরম করা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। - 2022 সালের প্রথমার্ধে , রয়টার্স রিপোর্ট করেছে যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে দেশটি ইউরোপে চালান বৃদ্ধি করায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক হয়ে উঠেছে। - 2024 সালে মার্কিন শুষ্ক প্রাকৃতিক গ্যাসের উৎপাদন গড় 103 Bcf/D হবে, যা 2023 থেকে সামান্য কম। - বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদনকারী দেশ রাশিয়া।
- ২৭ সেপ্টেম্বর, ২০২১ সালে জার্মানির সাধারণ নির্বাচনে মধ্যে বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) জয়লাফ করে। - দলটি ২৫.৭ শতাংশ ভোট পেয়েছে। - অন্যদিকে ২৪.১ শতাংশ ভোট পেয়েছে অ্যাঞ্জেলা মারকেলের ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি বা সিডিইউ ও তার শরিক দল।
- 'How to Avoid a climate Disaster' বইটি লেখক বিল গেটস। - এটি ২০২১ সালে প্রকাশিত হয়। - তিনি এই গ্রন্থে গ্রিন হাউস নিঃসরণ দূর করার পরিকল্পনা তুলে ধরেছেন।
- ভিটামিন- কে হলো এসেনশিয়াল ফ্যাট সলিউবল ভিটামিন। - ভিটামিন -কে রক্ত তঞ্চন (Blood Clotting) করার প্রয়োজনীয় প্রোটিন ফিব্রিনোজেন তৈরি করে। - এর অভাবে শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়। - ভিটামিন- ডি এর অভাবে রিকেটস ও অস্টিওম্যালাসিয়া রোগ হতে পারে।
- ভেক্টোরিয়া জলপ্রপাতটি জিম্বাবুয়ের উত্তর- পশ্চিমাংশে ও জাম্বিয়ার দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত যৌথ নদী জাম্বেজি থেকে সৃষ্টি হয়েছে। - Victoria Falls কে বিশ্বের বৃহত্তর জলপ্রপাত বলা হয় এর প্রস্থ ১.৭ কিলোমিটার, উচ্চতা ১০৮ মিটার। - প্রতি সেকেন্ডে প্রায় ৩৩, ০০০ ঘনফুট জল পতিত হয়। - পানি পতনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত ওয়ারিয়া (ব্রাজিল)। - পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম অ্যাঞ্জেল জলপ্রপাত যার উচ্চতা ৯৭৯ মিটার, এটি ভেনিজুয়েলায় অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)। - এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। - এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি। - ওপেকের বর্তমান সদস্য দেশ ১২ টি। - ২০০৮ সালে ইন্দোনেশিয়া ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে। ২০১৬ সালে পুনরায় যোগদান করেন এবং ২০১৬ সালে এর শেষে আবার সদস্য পদ প্রত্যাহার করে নেয়। - বর্তমানে মালেশিয়ে ও ইন্দোনেশিয়া ওপেক এর সদস্য না।
- ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশঃ আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন(১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করে)। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথাঃ ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।
- আট বিটের কোড দিয়ে যেকোন বর্ন,অংক, বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। ৮ টি বিট দিয়ে গঠিত শব্দকে Byte বলে। - যেমনঃ১০০০১০১০ হলো ১ টি byte. - Byte হলো বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক। কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা Byte এ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, (ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর। (খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB) (গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB) (ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB) (ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB) (চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB) (ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB) (জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB) (ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)
- 'Maitree Super Thermal Power Project' বা রামপাল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত একটি প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। - বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে।
- শেয়ারবাজারের মূল্য সূচকের উত্থানকে Bullish market বলে। - আর দরপতনকে Bearish market বলে। - কিন্তু, Lucrative অর্থ লাভজনক। - Prospective অর্থ প্রত্যাশিত: আকাঙ্ক্ষিত।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- পেলে ৯২টি ম্যাচে ৭৭টি গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছিলেন। - ২০২১ সালের সেপ্টেম্বরে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার মাধ্যমে মেসি পেলের ৭৭ গোলের রেকর্ডটি ভেঙে দেন। - ২০২৪ সালের ৯ জুন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে মেসির মোট গোল সংখ্যা ১০৬। (সূত্র- transfermarkt.com)
Uncertain individuals এর শতকরা = ১০০% - (২০+৬০)% = ২০% মনেকরি, নির্ণেয় সংখ্যা = x প্রশ্নেমতে, x এর ৬০% - x এর ২০% = ৭২০ ⇒ x এর ৬০/১০০ - x এর ২০/১০০ = ৭২০ ⇒ ৩x/৫ - x/৫ = ৭২০ ⇒ ২x/৫ = ৭২০ x = ১৮০০
মনেকরে, নির্ধারিত সর্বনিম্ম চার্জের পরিমান = x টাকা। এবং প্রতি ইউনিট বিদ্যুতের দাম = y টাকা।
প্রশ্নমতে, 540y + x = 1800 ...(i) and 620y + x = 2040 ...(ii) On subtracting (i) from (ii), we get 80y = 240 ⇒ y = 3 Putting y = 3 in (i), we get : 540×3 + x = 1800 ⇒ x = (1800 − 1620) = 180 ∴ Fixed charges = Tk. 180, and, charge per unit = Tk. 3 Total charges for consuming 500 units = Tk. (180 + 500×3) = Tk. 1680
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।