'কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল।' - উদ্ধৃতাংশটি রবি ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে?
A কাবুলিওয়ালা
B পোস্টমাস্টার
C জন্মভূমি
D হৈমন্তী
E কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
- রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সামাজিক ছোট গল্প - কাবুলিওয়ালা।
- এর উল্লেখযোগ্য চরিত্র - রহমত, খুকী প্রমুখ।
এই গল্পের বিখ্যাত উক্তিঃ
.......কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল।