Who is the director of the documentary 'A State is Born'?
Solution
Correct Answer: Option A
- জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ ।
- একজন ছোটগল্পকার, ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন ।
- তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র হলো 'A State is Born' .
- তাঁর রচিত চলচ্চিত্র হলোঃ Stop genocide(এটি মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত ২০ মিনিটের প্রামাণ্যচিত্রই); Let there be light.