'আটকপালে' বাগধারাটির অর্থ কী ?
A অলক্ষ্মীর দশা
B অগ্নিপরীক্ষা
C অদৃষ্টের পরিহাস
D হতভাগ্য
Solution
Correct Answer: Option D
- ‘আটকপালে' অর্থ ‘হতভাগ্য’।
- ‘বিধির বিড়ম্বনা’ এর বাগধারা ‘অদৃষ্টের পরিহাস'।
- ‘অগ্নিপরীক্ষা' অর্থ কঠিন পরীক্ষা।
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
ইতর বিশেষ—পার্থক্য
আঠারো মাসে বছর—দীর্ঘসূত্রতা
এসপার ওসপার— মীমাংসা
অক্কা পাওয়া— মারা যাওয়া ।