নাৎসিবাদ বলতে বুঝায় -

A নারোবাদ

B সন্ত্রাসবাদী একনায়কত্ব

C উগ্র জাতীয়তাবাদ

D সমাজতান্ত্রিক একনায়কত্ব

Solution

Correct Answer: Option C

নাৎসিবাদ:
• পরিচয়- উগ্র জাতীয়তাবাদ
• অপর নাম - নাজিবাদ বা জাতীয় সমাজতন্ত্র
• প্রবক্তা - জার্মান চ্যান্সেলর ফ্যুয়েরার এডলফ হিটলার
• হিটলার নাৎসিবাদের ধারণা দেন - মেইন ক্যাম্প আত্মজীবনীতে 
• নাৎসিবাদের মূলকথা - জার্মানরাই প্রকৃত ও নিখুঁত ‘আর্য’ এবং সৃষ্টির শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠত্বের জন্য জার্মানরাই বিশ্বের সকল জাতির উপর প্রভুত্ব করবে এটাই দৈব নির্ধারিত
• নাৎসিদের শত্রু - ইহুদিবাদ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions