৫কি.মি/ঘন্টা বেগে চললে তার চেয়ে ৩০মিনিট কম সময় লাগে, স্থানটির দূরত্ব কত?
A ৮ কি.মি.
B ১০ কি.মি.
C ২৫ কি.মি
D ১৫ কি.মি
Solution
Correct Answer: Option D
মনেকরি, ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে স্থানটিতে পৌঁছাতে x ঘণ্টা সময় লাগে ।
প্রশ্নমতে, ৫x = ৬(x- ০.৫ )
⇒ ৫x = ৬x - ৩
⇒ ৫x - ৬x = - ৩
⇒ - x = - ৩
⇒ x = ৩
.: দূরত্ব = ৫ × ৩ = ১৫ কি.মি.
[দূরত্ব = বেগ × সময় এবং ৩০ মিনিট = ৩০/৬০ = ০.৫ ঘন্টা]