ছন্দের যাদুকর বলা হয় কোন কবিকে?

A সত্যেন্দ্রনাথ দত্ত

B কাজী নজরুল ইসলাম

C মধুসূদন দত্ত

D রবীন্দ্রনাথ ঠাকুর

Solution

Correct Answer: Option A

সত্যেন্দ্রনাথ দত্ত ( ১৮৮২-১৯২২) বাংলা সাহিত্যের শক্তিমান একজন কবি । বাংলা কবিতায় অগনিত খাঁটি দেশি শব্দ সেই সঙ্গে আরবি ও ফারসি শব্দ ব্যবহার করে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি করেন । এছাড়া ছন্দের ঝল্কারে তার কবিতা সমৃদ্ধ । সেজন্য তাকে ছন্দের রাজা বা যাদুকর বলা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions