মানুষের হ্নৎপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
A ২ টা
B ৩ টা
C ৪ টা
D অসংখ্য
Solution
Correct Answer: Option C
মানুষের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত । উপরের দুটি পাতলা প্রাচীরযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের দুটি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয় । ব্যাঙের হৃৎপিণ্ডে তিনটি প্রকোষ্ঠ থাকে । আরশোলার হৃৎপিণ্ডে তেরোটি থাকে ।