Solution
Correct Answer: Option D
- ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ ।
- যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে ।
- টিউমার ও ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট-৬০ ( 60Co ) আইসোটোপ ব্যবহার করা হয় ।
- আর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন হলো মৌলিক কণা ।