Solution
Correct Answer: Option B
- সূর্যরশ্মি বা সাদা আলোর প্রতিসরণ বা বিচ্ছুরণের ফলে সৃষ্ট বর্ণালিকে সৌর বর্ণালি বলে।
- সৌর বর্ণালিতে মোট সাতটি বর্ণ বা রং দেখা যায়, যথা: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল।
- মানুষের দৃষ্টিগোচর বা দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি (৭০০ ন্যানোমিটার)।
- অন্যদিকে, দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম (৪০০ ন্যানোমিটার)।
- মনে রাখার জন্য বাংলা আদ্যক্ষর দিয়ে একে ‘বেনীআসহকলা’ (বেগুনি-নীল-আসমানি-সবুজ-হলুদ-কমলা-লাল) এবং ইংরেজিতে VIBGYOR বলা হয়।