'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান' - এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
A কৃদন্ত শব্দ
B তদ্ভব শব্দ
C তৎসম শব্দ
D দ্বিরুক্ত শব্দ
Solution
Correct Answer: Option D
কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রুপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি ।