Solution
Correct Answer: Option C
দিঘাপাতিয়া রাজবাড়ি (বর্তমান নাম উত্তরা গনভবন )আঠারো শতকে নির্মিত দিঘাপাতিয়া মহারাজাদের বাসস্থান । দয়ারাম রায় এ রাজবংশ প্রতিষ্ঠাতা । উত্তরা গনভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নাটোর শহর থেকে প্রায় ২.৪ কিমি দূরে প্রাসাদটি অবস্থিত ।