দুই বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফল এর অনুপাত কত?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত = ৩ : ২
মনে করি,
১ম বৃত্তের ব্যাসার্ধ, r₁ = ৩ক একক
২য় বৃত্তের ব্যাসার্ধ, r₂ = ২ক একক
আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr²
অতএব,
১ম বৃত্তের ক্ষেত্রফল = π(৩ক)² = ৯πক² বর্গ একক
২য় বৃত্তের ক্ষেত্রফল = π(২ক)² = ৪πক² বর্গ একক
বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত = ৯πক² : ৪πক²
= ৯ : ৪