‘অসমাপ্ত আত্মজীবিনী’ গ্রন্থের লেখক-
A সৈয়দ নজরুল ইসলাম
B বিচারপতি আবু সাউদ চোধুরী
C বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
D তাজউদ্দীন আহমদ
Solution
Correct Answer: Option C
বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক প্রথম গ্রন্থের নাম 'অসমাপ্ত আত্মজীবনী ' । এ গ্রন্থে বঙ্গবন্ধু ১৯৫৫ সাল পর্যন্ত তার আত্মজীবনী লিখেছেন । এতে তার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত যা দেখেছেন , উপলব্ধি করেছেন ও রাজনৈতিকভাবে পর্যবেক্ষণ করেছেন তা সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন ।