গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে?
A ব্রিটেন
B ফ্রান্স
C ভারত
D গ্রিস
Solution
Correct Answer: Option D
গ্রিসকে বলা হয় গণতন্ত্রের সুতাকার ।প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে । তবে প্রথম দিকে এথেন্সে ছিল রাজতন্ত্র । কালক্রমে পেরিক্লিস যুগে এথেন্স একটি চূড়ান্ত গন্তান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ।