গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে?

A ব্রিটেন

B ফ্রান্স

C ভারত

D গ্রিস

Solution

Correct Answer: Option D

গ্রিসকে বলা হয় গণতন্ত্রের সুতাকার ।প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে । তবে প্রথম দিকে এথেন্সে ছিল রাজতন্ত্র । কালক্রমে পেরিক্লিস যুগে এথেন্স একটি চূড়ান্ত গন্তান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions