Solution
Correct Answer: Option A
ভিটামিন D একমাত্র প্রানিজ উৎস থেকেই পাওয়া যায় । তবে এ ভিটামিন সূর্য কিরন থেকে অতিবেগুনী রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয় । এছাড়া ভিটামিন A ডিম , গরুর দুধ , মাখন ,ছানা ,ঘি ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে পাওয়া যায়।