১৯১৭ সালে ফিলিস্তিন কে ব্রিটেন দখল করার আগ পর্যন্ত ফিলিস্তিন কোনটির অংশ ছিল?
A অটোমান সাম্রাজ্যের
B প্রুশিয়া সাম্রাজ্যের
C রোমান সাম্রাজ্যের
D অস্ট্র হাঙ্গরির
Solution
Correct Answer: Option A
- ১৯১৭ সালে ফিলিস্তিন কে ব্রিটেন দখল করার আগ পর্যন্ত ফিলিস্তিন অটোমান সাম্রাজ্য তথা তুরস্কের অংশ ছিলো।
- ১ম বিশ্ব যুদ্ধে তুরস্ক ব্রিটেনের কাছে হেরে গেলে ব্রিটেন ফিলিস্তিন অংশ দখল করে নেয়।