The United Nations Champions of the Earth' award was given to Prime Minister Sheikh Hasina in recognition of her initiatives to address-

A Poverty 

B Child Mortality 

C Climate Change 

D Inequality

Solution

Correct Answer: Option C

- United Nations Environment Programme (UNEP) ২০০৪ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' চালুর ঘোষণা দেয়।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৫ সাল থেকে সংস্থাটি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চার ক্যাটাগরিতে (নীতিনির্ধারণ, বিজ্ঞান, ব্যবসা ও সুশীল সমাজ) পুরস্কার প্রদান করে আসছে।
- ২০১৫ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সুদূরপ্রসারী পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ 'পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা 'চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ' পুরস্কার লাভ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions