দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
Solution
Correct Answer: Option A
- কক্সবাজারের ঝিলংজায় দেশের প্রথম সাবমেরিন কেবল, ২০০৫ সালে দেশে প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবল ‘এসএমডব্লিউ-৪’ এ যুক্ত হয় বাংলাদেশ, যার মাধ্যমে ২৫০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ পাওয়া যায়।
- বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের নাম South East Asia-Middle East-West Europe 5 (SEA-ME-WE5)। এর দৈর্ঘ ৩০,০০০ কিলোমিটার। বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে (SEA-ME-WE5) যোগদান করে ২১ ফেব্রুয়ারি ২০১৭। এর অবস্থান পটুয়াখলী জেলার কলাপাড়ায়।