Solution
Correct Answer: Option C
- বাংলাদেশের আদিম অধিবাসীদের (কোল, মুণ্ডা) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা যায়।
- যেমন: কুড়ি (কোলভাষা), পেট (তামিল), চুলা (মুণ্ডারী), কুলা, গঞ্জ, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি, টেংরা ইত্যাদি।
আনারস- পর্তুগিজ শব্দ;
চন্দ্র ও কষ্ট- তৎসম শব্দ।