UN Convention on the Rights of Children কত সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়?
A ৬ অক্টোবর, ১৯৮৮
B ৬ নভেম্বর, ১৯৮৯
C ২০ অক্টোবর, ১৯৮৮
D ২০ নভেম্বর, ১৯৮৯
Solution
Correct Answer: Option D
শিশু অধিকার বিষয়ক মানবাধিকার চুক্তি CRC (Convention on the Rights of the Child).
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ৩০ নভেম্বর ১৯৮৯ সালে ।
- এই চুক্তি কার্যকর হয় ১৯৯০ সাল থেকে।
- এই সনদের প্রটোকল তিনটি।
- প্রত্যেক শিশুর অধিকার আছে তা নিশ্চিত করার জন্য তাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে।