কোনটি কালনাম শ্রেণির নাম-বিশেষ্য?

A হাবিব

B পদ্মা

C সঞ্চিতা

D বৈশাখ

Solution

Correct Answer: Option D

নাম-বিশেষ্য:
- যে সমস্ত বিশেষ্য কোন ব্যক্তি, স্থান, সময়, দেশ বা কোনো সৃষ্টি বা নির্দিষ্ট কিছু চিহ্নিত করে, তাদের নাম-বিশেষ্য বলা হয়।
- অর্থাৎ, যেসব শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো কিছু বোঝায় — যেমন একটি নির্দিষ্ট মানুষের নাম, একটি নির্দিষ্ট জায়গার নাম, একটি নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট কোনো রচনা বা বস্তু — সেগুলো নাম-বিশেষ্য।

উদাহরণ:
- ব্যক্তিনাম: শামীম, রুবিনা, মাহবুব, তানভীর।

- স্থাননাম: চট্টগ্রাম, সুন্দরবন, পদ্মা নদী, বাংলাদেশ।

- কালনাম: শুক্রবার, বৈশাখ, রমজান, ডিসেম্বর।

- সৃষ্টিনাম: রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, নজরুলের সঞ্চিতা, পত্রিকা ইত্তেফাক, ভাস্কর্য অপরাজেয় বাংলা।

এই নামগুলো প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট কিছু বোঝায়, তাই এদের নাম-বিশেষ্য বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions