পাঁচটি ঘন্টা একত্রে বেজে পরে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ এবং ১০সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো । কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?
Solution
Correct Answer: Option B
২ |৩, ৫, ৭, ৮, ১০
৫|৩, ৫, ৭, ৪, ৫
৩, ১, ৭, ৪, ১
∴ ৩, ৫, ৭, ৮ এবং ১০ এর ল. সা. গু.
= ২ × ৫ × ৩ × ৭ × ৪
= ৮৪০
∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = ৮৪০ সেকেন্ড পর
= ৮৪০/৬০
= ১৪ মিনিট পর।