একটি স্কুলে মোট ৫৪০ জন ছাত্রের মধ্যে কোনো এক বুধবারে ২৭ জন অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিলো?
Solution
Correct Answer: Option A
ঐ দিন উপস্থিত ছিল = ৫৪০ - ২৭ = ৫১৩ জন
এখন, ৫৪০ জনে উপস্থিত ছিল = ৫১৩ জন
∴ ১০০ জনে উপস্থিত ছিল = (৫১৩ × ১০০)/৫৪০ জন
= ৯৫ জন।