আরিফ বার্ষিক ৬.৫% হার সুদে ৯০০০ টাকা ব্যাংকে জমা রাখল । সুদের হার বেড়ে ১২% হলে আরিফ ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে ?
Solution
Correct Answer: Option B
এখানে, ৬.৫% হারে ৯,০০০ টাকা
বছরের সুদ = (৯০০০ × ৬.৫ × ১)/১০০ টাকা
= ৫৮৫ টাকা
১২% হারে সুদ = (৯০০০ × ১২ x ১)/ ১০০ টাকা
= ১,০৮০ টাকা
∴ বেশি পাবে = ১,০৮০ - ৫৮৫ = ৪৯৫ টাকা।