Solution
Correct Answer: Option B
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক ‘বহিপীর’ (১৯৬০)।
- নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর অসংখ্য ভক্তের আঞ্চলিক ভাষাকে রপ্ত করতে না পারার কারণে বইয়ের ভাষায় কথা বলেন এবং ভক্তদেরকেও বইয়ের ভাষায় কথা বলতে উৎসাহিত করেন বলে তাকে বহিপীর বলা হয়।
- বহিপীর ধর্মকে কিভাবে নিজের সুবিধার্থে কাজে লাগিয়ে শাসক ও শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তা নাটকটিতে খোদেজা, হকিকুল্লাহ।
- মুনীর চৌধুরী রচিত নাটক ‘কবর’ ফুটে উঠেছে। চরিত্র: বহিপীর, তাহেরা, হাতেম, হাসেম, (১৯৬৬);
- মামুনুর রশীদ রচিত নাটক 'ওরা কদম আলী' (১৯৭৬);
- সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)।