একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি ।ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

A ৬০ বর্গ মিটার

B ৪৮ বর্গ মিটার

C ১০ বর্গমিটার

D ৪২ বর্গমিটার

Solution

Correct Answer: Option A

ধরি, প্রস্থ x মি এবং দৈর্ঘ্য =(x+৪)মিটার
প্রশ্নমতে . ২(x+৪+x)=৩২
বা,   ২x+৪=১৬
বা, ২x =১২
বা, x=৬
অতএব প্রস্থ =৬ মিটার  এবং দৈর্ঘ্য =(৬+৪)=১০ মি
অতএব ক্ষেত্রফল =(১০×৬)মি=৬০ বর্গমিটার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions