A Small islands situated in the Oceania area Process to suck minerals from porous
B rock
C A category of porous rock that contains petroleum
D A motherboard used in smart phones
E None
Solution
Correct Answer: Option A
- মাইক্রোনেশিয়া ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ।
- প্রশান্ত মহাসাগরের ৫টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। এগুলো হলোঃ মাইক্রোনেশিয়া, কিরিবাতি, নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ ও পালাউ।
মাইক্রোনেশিয়া সম্পর্কে চাকরি পরীক্ষায় আসতে পারে এমন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- মাইক্রোনেশিয়ার রাজধানী হল পালিকির (Palikir)।
- মাইক্রোনেশিয়ার অফিসিয়াল মুদ্রা হল মার্কিন ডলার।
- এটি একটি যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
- এর আয়তন প্রায় ৭০২ বর্গ কিলোমিটার।
- মাইক্রোনেশিয়ার সরকারি ভাষা হল ইংরেজি।
- মাইক্রোনেশিয়া ১৯৮৬ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের অধীনস্থ ট্রাস্ট টেরিটরি থেকে স্বাধীনতা লাভ করে।
- মাইক্রোনেশিয়া ১৯৯১ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।