Solution
Correct Answer: Option C
- নীরদচন্দ্র চৌধুরী রচিত গ্রন্থ 'আত্মত্মঘাতী বাঙালী’ (১৯৮৮)।
- নীরদচন্দ্র চৌধুরী রচিত বাংলা প্রবন্ধ গ্রন্থের মধ্যে ‘বাঙালী জীবনে রমণী’, ‘আমার দেশ আমার শতক’, ‘আমার দেবোত্তর সম্পত্তি’, ‘আত্মঘাতী বাঙালি’ ও ‘আত্মঘাতী রবীন্দ্রনাথ’উল্লেখযোগ্য।
- অশোক মিত্র রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ 'তিন কুড়ি দশ’;
- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ 'যে গল্পের শেষ নেই’;
- দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ্রন্থ।