How many countries are there in G-20 forum ?
Solution
Correct Answer: Option D
- Group of Twenty বা G-20 বিশ্বের ১৯টি দেশ, আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের একটি অর্থনৈতিক সংগঠন।
- ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলন ২০০৮ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।
- এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের G-20 শীর্ষ সম্মেলন Rio de Janeiro, Brazil এ অনুষ্ঠিত হবে।