Which of the following companies does assemble the Japanese automobiles in Bangladesh ?
Solution
Correct Answer: Option B
- দেশে গাড়ি প্রস্তুতকারী একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
- পাকিস্তান আমলে ১৯৬৬ সালে ব্যক্তি মালিকানাধীন গান্ধারা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে যাত্রা শুরুর সময় অ্যাসেম্বলিং (গাড়ি সংযোজন) প্লান্ট স্থাপন করা হয়েছিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়কুণ্ড কারখানায়।
- দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে রাষ্ট্রীয়করণের পর প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) নাম ধারণ করেছে।
- বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ বর্তমানে অত্যাধুনিক পাজেরো স্পোর্টস (কিউএক্স), মাহিন্দ্ৰা স্করপিও জিপ, ল্যান্ডফোর্ড জিপ, অ্যাম্বুল্যান্স, বাস, মিনিবাস ও মিনি ট্রাক সংযোজন করে বাজারজাত করছে।