একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
A ১৪৪
B ২৫৬
C ৪০০
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি = ১০০০০ × ৪০/১০০ = ৪০০০ টাকা
৩৬% কমতি = ১০০০০ × ৩৬/১০০ = ৩৬০০ টাকা
বাকি থাকে = ১০০০০ - ৩৬০০ = ৬৪০০ টাকা
এর ৪% কমতি = ৬৪০০ × ৪/১০০ = ২৫৬ টাকা
মোট কমতি = ৩৬০০ + ২৫৬ টাকা
= ৩৮৫৬ টাকা
∴ পার্থক্য = ৪০০০ - ৩৮৫৬ টাকা
= ১৪৪ টাকা