আন্তর্জাতিক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ সংস্থা- 

A World Bank

B IMF

C EU

D APTA

Solution

Correct Answer: Option B

» আন্তর্জাতিক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ সংস্থা - IMF

» IMF এর পূর্ণরূপ — International Monetary Fund.

» সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

» এটি প্রতিষ্ঠা করা হয়৷ ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫। তাই একে ব্রেটন উডস্ ইনস্টিটিউশন বলা হয়। 

» এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭।

» জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions