টাইগার হিল কোথায় অবস্থিত?

A নেপাল

B দার্জিলিং

C জেরুজালেম

D কাশ্মীর

Solution

Correct Answer: Option B

টাইগার হিল (২,৫৯০ মিটার) পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত।

এই জায়গাটি হল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উচ্চতম স্টেশন ঘুম শহরের সর্বোচ্চ বিন্দু।

এখান থেকে মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা পর্বত-এর বিস্তারিত দৃশ্যপট দৃষ্টিগোচর হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions