Solution
Correct Answer: Option C
আর্টসখ প্রজাতন্ত্র দক্ষিণ ককেশাসের একটি বিচ্ছিন্ন রাষ্ট্র, যা আজারবাইজানের একটি অংশ হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটির রাজধানী হলো স্টেপানাকার্ট। ১৯৯৪ সালে আজারবাইজানের নিকট থেকে নাগার্নো কারাবাখ দখলের পর আর্টসাখ প্রজাতন্ত্র নামে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এর পশ্চিমে আর্মেনিয়া এবং দক্ষিণে ইরানের সীমানা রয়েছে।