এক কক্ষ বিশিষ্ট আইনসভা কোনটি?
A পার্লামেন্ট অব ইংল্যান্ড
B মজলিস অফ ইরান।
C পার্লামেন্ট অব আয়ারল্যান্ড
D পার্লামেন্ট অব ইন্ডিয়া
Solution
Correct Answer: Option B
ইরানের পার্লামেন্ট মজলিস যা এক কক্ষ বিশিষ্ট।
♦ ইংল্যান্ডের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট যারঃ
- উচ্চকক্ষ হল হাউস অব লর্ডস্ এবং
- নিম্নকক্ষ হল হাউস অব কমনস্
♦ আয়ারল্যান্ডের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট যারঃ
- উচ্চকক্ষ হল সিনেট ও
- নিম্নকক্ষ হল হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
♦ ইন্ডিয়ার পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট যারঃ
- উচ্চকক্ষ হল রাজ্যসভা ও
- নিম্নকক্ষ হল বিধানসভা।