‘রতন’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
A পোস্টমাস্টার
B গিন্নি
C ছুটি
D সুভা
Solution
Correct Answer: Option A
- রবীন্দ্রনাথের 'পোস্টমাস্টার' গল্পের চরিত্র রতন ।
- ১২/১৩ বছরের একটি এতিম বালিকা । পোস্টমাস্টারের অজপাড়া গায়ে পোস্টিং হলে এই রতনই ছিল তার সার্বক্ষণিক সঙ্গী ।
- পোস্টমাস্টার বদলি হয়ে অন্যত্র চলে গেলে রতন ও পোস্টমাস্টারের প্রতিক্রিয়াই এ গল্পের মূল আকর্ষণ ।